পেকুয়ায় বন্যহাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:১১
পেকুয়ায় বন্যহাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের পাহাড়ি জনপদ বিডিআর আবুর ছনখোলা এলাকায় বন্যহাতির আক্রমণে এক কাঠুরিয়া নিহত হয়েছেন।


২৭ সেপ্টেম্বর, বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত কাঠুরিয়া আবদুর রহমান (৪০) টৈটং ইউনিয়নের কেরনছড়ি এলাকার শাহ আলমের ছেলে। নিহত আবদুর রহমান বাকপ্রতিবন্ধী ছিলেন।


চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, আবদুর রহমান বাকপ্রতিবন্ধী হলেও লাকড়ি কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো বুধবারও গহীন পাহাড়ে লাকড়ি আনতে গেলে বন্যহাতির কবলে পড়েন তিনি। এসময় বন্যহাতি আছাড় দিয়ে তাকে হত্যা করে।


বনকর্মকর্তা জমির উদ্দিন বলেন, বিকেল ৩টার দিকে আবদুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


বিবার্তা/ফরহাদ/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com