ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩ জন আটক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৩
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩ জন আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে গাঁজা বোঝাই একটি মাইক্রোবাস সহ আবুল বাশার (৩৫) নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আবুল বাসার বরগুনা জেলার আমতলী থানা এলাকার গুলিশখালী গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। এ সময় মাইক্রোবাস থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।


আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।


তিনি আরো জানান, এই ঘটনায় মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


এদিকে বিকালে সরাইলে ৪ কেজি গাঁজাসহ জুনাঈদ মিয়া (২১) ও মোছা. শিল্পী (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ।


বিকালে ৩টায় সরাইল থানাধীন বিশ্বরোড় মোড় সংলগ্ন কুট্টপাড়া ওয়ালটন ইলেক্ট্রনিক্স শো-রুমের সামনে পাকা রাস্তার উপর তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুনাঈদ মিয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার ফারুক মিয়ার ছেলে ও ওই এলাকার মন্তু মিয়ার মেয়ে স্বামী মুসা মিয়ার স্ত্রী মোছা. শিল্পী।


বিষয়টি নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস বলেন, বিকেল ৩টায় হাইওয়ে থানা এএসআই (নিঃ) মো. আব্দুল কাদির সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-সিলেট মহাসড়কে জরুরি মোবাইল-১ ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার সরাইল থানাধীন বিশ্বরোড় মোড় সংলগ্ন কুট্টপাড়া ওয়ালটন ইলেক্ট্রনিক্স শো-রুমের সামনে পাকা রাস্তার উপর জুনাঈদ মিয়া ও মোছা. শিল্পীকে আটক করে। এবং তাদের বডি ও কোমরের মধ্য থেকে মাদকদ্রব্য গাঁজা ২ কেজি করে মোট ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com