ব্রাহ্মণবাড়িয়ায় পেনশন স্কিম সংক্রান্ত অবহিত করণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৮
ব্রাহ্মণবাড়িয়ায় পেনশন স্কিম সংক্রান্ত অবহিত করণ সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় পেনশন স্কিম বুথ উদ্বোধন ও সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।


২০ সেপ্টেম্বর, বুধবার বেলা ১১টায় সদর উপজেলা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম।


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন, ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম মাহবুব আলম ও মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিনুল হক পাভেল প্রমুখ।


এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, সর্বজনীন পেনশন স্কিম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগ। এতে করে সামাজিক নিরাপত্তা সৃষ্টি হবে। তিনি বলেন, যে কোনো ভালো কাজ শুরু করলে সমালোচনা হয়। পদ্মা সেতু তৈরির সময়ও নানান অপপ্রচার করা হয়েছিল। কিন্তু তাতে কাজ হয়নি। সকল বাধাবিপত্তি উপেক্ষা করে পদ্মাসেতু তৈরি হয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, সর্বজনীন পেনশন স্কিমে কোনো প্রকার ঝুঁকি নেই। এ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।


পেনশন স্কিম বুথ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ জানান, আপনারা জানেন বর্তমান সরকারের ভাল একটি উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিম। এই স্ক্রিমের আওতায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সর্বজনীন পেনশন স্কিমের জন্যে একটি স্মার্ট রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে। যা বাংলাদেশে এই প্রথম। এই বুথের মাধ্যমে যে কোন নাগরিক নিজের আবেদন করতে পারবে।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com