কুষ্টিয়াতে স্যালাইন সংকট: বেশি দামে বিক্রি হলেও ভোক্তা অধিকার নিরব
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২০
কুষ্টিয়াতে স্যালাইন সংকট: বেশি দামে বিক্রি হলেও ভোক্তা অধিকার নিরব
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শুধু ডেঙ্গুরোগী নয় সবধরণের রোগীর জন্য স্যালাইন অপরিহার্য চিকিৎসা পথ্য। কিন্তু এই স্যালাইনেরও রয়েছে সংকট। সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও স্যালাইন সংকটের কারণে রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।


সুযোগ বুঝে ঔষধ বা ফামের্সী মালিকরাও বেশি দামে বিক্রয় করছে ভোক্তাদের কাছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এ সংকট রয়েছে।


তবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানিয়েছেন স্যালাইনের সংকট থাকলেও ডেঙ্গুরোগীদের জন্য সংকট নেই।


দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, দৌলতপুরেও স্যালাইনের সংকট রয়েছে। প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় রোগীদের স্যালাইন দিতে হিমশিম খেতে হচ্ছে।


শুধু হাসপাতাল নয় বাইরে ওষুধের দোকান বা ফামের্সীগুলোতে স্যালাইন সংকট রয়েছে বলে তারা জনিয়েছে।


অপরদিকে, রোগী বা রোগীর স্বজনদের দাবি সংকটের অযুহাতে রোগীদের স্যালাইন সরবরাহ করা হচ্ছে না। এতকিছুর পরও কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রয়েছেন নিরব। জনস্বার্থে তাদের নেই কোন অভিযান।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com