ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০১
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন জেলা মডেল মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মুজাহিদুল ইসলাম (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।


১১ সেপ্টেম্বর, সোমবার দুপুরে পুরাতন কাছারি পাড় এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদের নিচতলায় এ ঘটনা ঘটে।


মুজাহিদ জেলার সরাইল উপজেলার উচালিয়া পাড়া এলাকার মৃত অলি মিয়ার ছেলে। সে পৌর শহরের মেড্ডা এলাকায় দারুল আহকাম মাদ্রাসায় পড়াশুনা করায় মাদ্রাসায় মেসে থাকত। বিদেশে যাবার জন্য সে গত ৬ মাস ধরে পাইপ ফিটার এর কাজ শিখছিল। সম্প্রতি তার সৌদি আরবে যাবার কথা ছিল।


নিহতের সহকর্মীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদের কাজ করার সময় মুজাহিদ পানির পাইপ নিয়ে বিদ্যুতের তারের উপর দিয়ে দোতলায় নিয়ে যাবার সময় বিদ্যুৎপৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে তার স্বজনরা আরো উন্নত চিকিৎসার জন্য জেলা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।


ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসাইন জানান, মডেল মসজিদে কাজ করার সময় শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com