কালিহাতীতে ২৮ বছরেও হয়নি ছাত্রলীগ নেতা শফি সিদ্দিকী হত্যার বিচার
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫১
কালিহাতীতে ২৮ বছরেও হয়নি ছাত্রলীগ নেতা শফি সিদ্দিকী হত্যার বিচার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শহীদ শফি সিদ্দিকীর হত্যার বিচার ২৮ বছরেও শেষ হয়নি। হত্যার বিচার না হওয়া শাহাদৎ বার্ষিকীতে অত্যন্ত দুঃখজনক মর্মাহত জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা ও এলাকাবাসী।


১০ সেপ্টেম্বর, রবিবার সকালে উপজেলার পাথালিয়ায় ২৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কালিহাতীতে শহীদ শফি সিদ্দিকীর কবরে পুস্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, স্মরণসভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


সাবেক তুখোড় ছাত্রনেতা শফি সিদ্দিকীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও আওয়ামীলীগ নেতা আবু নাসের।


এ সময় আওয়ামী লীগ নেতারা শফি সিদ্দিকীর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পরে স্থানীয় পাথালিয়া মাদ্রাসা মাঠে শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদ ও এলাকাবাসীর আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।


শহীদ শফি সিদ্দিকীর বড় ভাই রকিবুল হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদারের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, এফবিসিসিআই'র পরিচালক আওয়ামী লীগ নেতা আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র নূরন্নবী সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, বাংড়া ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি , উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক তুহিন প্রমুখ।


উল্লেখ্য, তৎকালীন সময়ে জেলা ছাত্রলীগের তুখোড় ছাত্রনেতা ও সুবক্তা শফি সিদ্দিকীকে ১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।


বিবার্তা/ইমরুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com