সাভারে মৃত্যু দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১
সাভারে মৃত্যু দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে দীর্ঘ ২০ বছর যাবত পলাতক নওগাঁ জেলার আত্রাই থানার রতন মিয়া হত্যা মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হামিদকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।


শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ ২০ বছর পলাতক থাকা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হামিদকে (৪৫) গ্রেফতার করে র‌্যাব ৪।


গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, আসামি মো. আব্দুল হামিদ গত ১৬/০৫/২০০৪ খ্রি. তারিখ নওগাঁ জেলার আত্রাই থানাধীন সাহেবগঞ্জ এলাকার নিজ বাড়িতে অবস্থানকালে তার সহকর্মী রতন মিয়াকে বিবদমান কলহের জেরে লাঠিসোঁটা দিয়ে মাথায় আঘাত করলে ভিকটিম রতন মিয়া ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।


সংবাদ পেয়ে নওগাঁ জেলার আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্রেফতারকৃত আসামি আব্দুল হামিদ ও তার অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল হতে সুকৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ছোট ভাই রিপন মিয়া বাদী হয়ে নওগাঁ জেলা আত্রাই থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রজুর পর থেকে হত্যাকারী আব্দুল হামিদ আত্মগোপন করে। দীর্ঘদিন যাবত গ্রেফতারকৃত আসামীর অনুপস্থিতিতে নওগাঁ জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত উক্ত আসামির বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলার বিচার কার্য চালিয়ে যায়। দীর্ঘ বিচারকার্য শেষে আদালত বিগত ১৯/০৫/২০১০ তারিখে গ্রেফতারকৃত আসামি আব্দুল হামিদের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার রায় ঘোষণা করে।


গ্রেফতারকৃত আসামিকে আরো জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর হতে সে পালিয়ে প্রথমে রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঢাকা, নরসিংদী পরবর্তীতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলায় ও সর্বশেষ ঢাকা জেলার সাভার এলাকায় আত্মগোপন করে নিজের নাম, পিতার নাম ও ঠিকানা পরিবর্তন করে বসবাস করে আসছিল।


গ্রেফতারকৃত আসামি নরসিংদী জেলার রায়পুর থানা এলাকায় পরিচয় গোপন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব ৪।


বিবার্তা/শরীফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com