ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ২৮ কোটি টাকার খাসজমি উদ্ধার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১১
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ২৮ কোটি টাকার খাসজমি উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো. শিবলী সাদিক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ২৮ কোটি টাকার খাসজমি উদ্ধার করা হয়েছে।


২ সেপ্টেম্বর, শনিবার মতিঝিল রাজস্ব সার্কেলের আওতাধীন দনিয়া ভূমি অফিসের অন্তর্গত কদমতলী মৌজাস্থিত শ্যামপুর বড়ইতলায়( বড়ইতলা রেলগেটের পাশে) সিটি ১নং খাস খতিয়ানের ৭৫৬ ও ৭৫৭ দাগে মোট ৬৩.০৪ শতাংশ জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৮ কোটি টাকা। উদ্ধারে সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।


এ সময় খাসজমি উদ্ধার করে জেলা প্রশাসন, ঢাকা এর পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়। উদ্ধারকালীন অত্র কার্যালয়ের মিরপুর সার্ভেয়ার, দনিয়া ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা- কর্মচারী, অবৈধ দখলে থাকা একটি পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


সরকারি খাসজমি রক্ষার্থে জেলা প্রশাসন, ঢাকা এর পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়।


বিবার্তা/রাসেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com