ইসলামপুরের সিরাজাবাদ নতুনপাড়া বিলীন হচ্ছে ব্রহ্মপুত্র নদের ভাঙনে
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০০
ইসলামপুরের সিরাজাবাদ নতুনপাড়া বিলীন হচ্ছে ব্রহ্মপুত্র নদের ভাঙনে
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের ইসলামপুরের পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ নতুন পাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে। গত কয়েকদিন ধরে বন্যার পানি হ্রাস-বৃদ্ধির সাথে সাথে ব্রহ্মপুত্র নদের নতুনপাড়া অব্যাহত ভাঙনে মকুল, রফিকুল, লাল মিয়া, রবিজল খোকনসহ ১০টি পরিবারে বসতভিটা নদের গর্ভে চলে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে নতুন পাড়া মসজিদসহ শতাধিক পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙনে দিশেহারা এসব পরিবার কেউ খোলা আকাশের নিচে আবার কেউ অন্যত্র ঘরবাড়ি সরিয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছে।


এ ব্যাপারে ভাঙন কবলিত এলাকাবাসী জরুরি ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থাসহ স্থায়ী পাইলিং বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রীসহ পানি উন্নয়ন বোর্ডের নিকট।


এ ব্যাপারে পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল জানান, গত কয়েকদিন ধরে সিরাজাবাদ নতুন পাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙন চলছে। অনেকের বসতবাড়ি নদের গর্ভে চলে গেছে। ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেয়ার জন্য তিনিও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জানান, সিরাজাবাদ নতুন পাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে তিনি পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলবেন।


বিবার্তা/ওসমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com