কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৩
কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। সকালে মোক্তার পাড়াস্থ দলীয় কার্যালয়ে দেশ ও জাতির কল্যাণ সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


পরে জেলা বিএনপির আয়োজনে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এন আর প্লাজার সামনে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।


কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,বিশেষ অতিথি ছিলেন ড্যাবের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. ইউনুছ আলী, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি সহিরুজ্জামান সাজু,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,সদর থানা বিএনপি সম্পাদক মাহাবুবার রহমান,পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব,জেলা যুবদল সভাপতি রায়হান কবির,সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,জিয়া পরিষদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পুতুল,জেলা কৃষকদলের আহ্বায়ক খলিলুর রহমান,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সম্পাদক হাসান যোবায়ের হিমেল, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আরমান হোসেন,জাসাস কুড়িগ্রাম জেলা সদস্য সচিব নুর জামাল বাহাদুর সহ নেতৃবৃন্দ।


এসময় বক্তারা বলেন, বিএনপি জনগণের দল, সংগ্রাম ত্যাগ আর আন্দোলনের মাধ্যমেই জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে।আগামীদিনে নিরপেক্ষ সরকারের অধীনে ভোটে জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সকল সমস্যা আগামী দিনে দূর হবে।


বিবার্তা/বিপ্লব/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com