সদরঘাটে প্রবেশে ১০ টাকা ফি নেয়া বন্ধে রুল
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১৯:৪৯
সদরঘাটে প্রবেশে ১০ টাকা ফি নেয়া বন্ধে রুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশের সময় ১০ টাকা ফি নেয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


৩১ আগস্ট, বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।


নৌ-পরিবহণ সচিব, স্থানীয় সরকার সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোকছেদ আলী ও মো. সারোয়ার আলম।


বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মো. মোকছেদ আলী বলেন, সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশের সময় শিশু বৃদ্ধ, ছাত্রসহ সকল শ্রেণির নাগরিকদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হয়।


তিনি আরো বলেন, যেহেতু বিমানবন্দর, রেলস্টেশন এবং বাস টার্মিনালে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেয়া হয় না সেহেতু আমরা মনে করি এটা একটা নীরব চাঁদাবাজি। এ কারণে সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশের সময় ১০ টাকা এন্ট্রি ফি নেয়া বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। গত ২৫ জুন এ বিষয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com