টাঙ্গাইলে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১৮:৩০
টাঙ্গাইলে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের মির্জাপুর বাজারের শায়মা জুয়েলার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানের শাটারের লক ও কলাপসিবল গেটের এঙ্গেলবার কেটে প্রায় ৪৫ ভড়ি স্বর্ণালংকার নিয়ে গেছে।


২৬ আগস্ট, শনিবার গভীর রাতে মির্জাপুর বাজারের কালিবাড়ী রোডের মহামায়া মার্কেটের শায়মা জুয়েলারিতে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। এই দুঃসাহসিক চুরির ঘটনার খবর এলাকায় জানাজানি হওয়ার পর স্বর্ণের ব্যবসায়ী ছাড়াও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


খবর পেয়ে রবিবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মোসা, টাঙ্গাইলের গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশ, বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


দোকান মালিক দুলাল মিয়া জানান, প্রতিদিনের মত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকলেও প্রয়োজন থাকায় বিকেলে দোকানে আসেন। রোববার সকালে একই মার্কেটের ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার মার্কেটের দোকান খুলতে গিয়ে ওই দোকানের কলাপসিবল গেটের এঙ্গেলবার কাটা দেখতে পেয়ে তাকে ফোনে বিষয়টি জানান। পরে মার্কেটে এসে দোকানে চুরির বিষয়টি নিশ্চিত হন। চোরের দল দোকানে ঢুকে সুকেচে সাজানো প্রায় ৪৫ ভড়ি স্বর্ণালংকার নিয়ে গেছে। দোকানের ভেতরের তিনটি সিসিটিভি ক্যামেরা গামছা, টিস্যু ও কাপড় দিয়ে ঢাকা রয়েছে। তবে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় লাল রঙের মাস্ক পড়া একজন লোক দোকানের ভেতরে প্রবেশ করে এবং লুঙ্গি পড়া অপরজন বাইরে দাঁড়িয়ে আছে।


এই ঘটনায় শায়মা জুয়েলারির মালিক দুলাল মিয়া রবিবার মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।


মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, দোকান মালিক লিখিত অভিযোগ করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছেন।


বিবার্তা/ইমরুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com