নেত্রকোণায় শোকাবহ আগস্ট উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১৭:১৪
নেত্রকোণায় শোকাবহ আগস্ট উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ
নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমাজ কল্যাণ প্রতি মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশে শিক্ষাক্ষেত্র সহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আবারো আগামী নির্বাচনে সকলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন সম্ভব। তা না হলে বাংলাদেশ আবার পিছিয়ে পড়বে।


২৬ আগস্ট, সকালে নেত্রকোণা পাবলিক হলে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এককালীন অনুদানের চেক বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


এসময় ১১২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১০ লক্ষ ৬০ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।


জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন।


বিবার্তা/আসাদুজ্জামান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com