প্রবাসীর স্ত্রী হত্যার রহস্য উদ্‌ঘাটন, কিশোরসহ গ্রেফতার ৩
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১৫:১৪
প্রবাসীর স্ত্রী হত্যার রহস্য উদ্‌ঘাটন, কিশোরসহ গ্রেফতার ৩
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশা উপজেলার মুচিদহ খামাডাঙ্গী গ্রামের প্রবাসীর স্ত্রী রুনা খাতু হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।


২১ আগস্ট, সোমবার সকাল ১১টায় রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্সে এস পি জি. এম. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।


এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, একই এলাকায় খলিল শেখের ছেলে মিলন শেখ (২৭), আলম হোসেনের ছেলে তেছেম সরদার (১৬) ও কাজেম জোয়াদ্দারের ছেলে রিয়াজ জোয়াদ্দার (১৫)।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইফতেখারুজ্জামান প্রধান সহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।


উল্লেখ্য গত শনিবার রাতে আসামীরা পা বেঁধে শ্বাসরুদ্ধ করে রুনা খাতুন কে হত্যা করে ফেলে রেখে যায়। দশ বছরের মেয়ে সিনহার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে তারা পুলিশ কে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।


বিবার্তা/মিঠুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com