পড়ে থাকা বোমার বিস্ফোরণে কবজি উড়ে গেলো প্রতিবন্ধী যুবকের
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১৮:৫২
পড়ে থাকা বোমার বিস্ফোরণে কবজি উড়ে গেলো প্রতিবন্ধী যুবকের
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে রেলস্টেশনের পাশে পুকুর চালায় বোমার বিস্ফোরণে মো. সুমন (২৪) নামের এক বাক প্রতিবন্ধী যুবকের কবজি উড়ে গেছে। আহত প্রতিবন্ধী যুবককে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


২০ আগস্ট, রবিবার বেলা পৌনে ১টার সময় সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটেছে।


আহত যুবকের সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি হরিহরপুর গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে। সে একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী।


স্থানীয় সূত্রে জানা গেছে, আহত বাক প্রতিবন্ধী যুবক ভবঘুরে চলাফেরা করেন। এছাড়া তার ছোটখাটো চুরির অভ্যাসও রয়েছে। রাস্তাঘাটে পড়ে থাকা বিভিন্ন জিনিস সংগ্রহ করা জনিত অভ্যাসের কারণে পরিত্যক্ত বোমাটি পেয়ে কৌতূহলবশত নড়াচড়া করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


আহত সুমনের মা মালেকা বেগম বলেন, আমার ছেলে জন্মগত বাক ও শ্রবণ প্রতিবন্ধী। সে কোন কাজকর্ম করে না। ভবঘুরে ভাবে ঘুরে বেড়াই। আজ সকালে সে বাড়ি থেকে বের হয়ে রেলস্টেশনের দিক আসে। পরে দুপুরে স্থানীয়দের কাছে খবর পাই সে বোমা বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে ভর্তি।


রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি বোমা হবে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু চলছে।


বিবার্তা/মিঠুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com