পাবনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১৬:৩৮
পাবনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পাবনা জেলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় ২০ আগস্ট, রবিবার পাবনা সদরের মেরিল বাইপাস মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত এর অভিযান পরিচালনা করেন।


এসময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৪টি পরিবহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।


কিছু পরিবহনের চালকদেরকে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।


মোবাইল কোর্টে শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়। প্রসিকিউশন প্রদান করেন পাবনা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক জিএম নজরুল ইসলাম।


জেলা পুলিশ/আনসার, পাবনার একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/পলাশ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com