স্বাধীন বাংলাদেশকে বিএনপি-জামায়াত পাকিস্তান বানানো পাঁয়তারা করছে: ধর্ম প্রতিমন্ত্রী
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১৮:২৭
স্বাধীন বাংলাদেশকে বিএনপি-জামায়াত পাকিস্তান বানানো পাঁয়তারা করছে: ধর্ম প্রতিমন্ত্রী
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, স্বাধীন বাংলাদেশকে বিএনপি-জামায়াত পাকিস্তান বানানো পাঁয়তারা করছে। আপনারা জানেন, তারা চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র এনেছিল। সেই অস্ত্র কোথায় গেছে। তারা সারাদেশে অগ্নি সন্ত্রাস, বোমা হামলা করে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করেছে। সেই লক্ষ্যে তারা ২১ আগস্টে বোমা হামলা সহ ১৭ আগষ্ট সারাদেশে ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা করেছিল। মানুষ হত্যা, নারী নির্যাতন থেকে আরম্ভ করে এমন কোন অপকর্ম নেই যে তারা করেনি।


তিনি আরো বলেন, কোরআনের বাইরে কোন কাজ আওয়ামী লীগ সরকার করবে না। যারা অপপ্রচার চালায় তাদের চিহ্নিত করে আটক করতে হবে। দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা অবকাঠামো, স্বাস্থ্য, বিদ্যুৎ ব্যবস্থা বিভিন্ন খাতে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। শুধু জামালপুরের উন্নয়ন না; সারাদেশে উন্নয়ন, দেশের শান্তি সমৃদ্ধি বজায় রাখতে সবাইকে আগামী নির্বাচনের ঐক্যবদ্ধ হতে হবে।


১৮ আগস্ট, শুক্রবার সকালে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পোড়ারচর শাহ মোজাম্মেলিয়া আহ্ম্মেদিয়া দাখিল মাদ্রাসার নব নির্মিত ৪তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি এসব কথা বলেন।


ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী সরকারে উন্নয়ন কর্মকাণ্ড ও দেশের উন্নয়নকে বাঁধা গ্রস্ত করতে বিএনপি জামায়াত আবার অগ্নি সন্ত্রাস শুরু করেছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, ভোট দেওয়া একটি ইমানি দায়িত্ব; তাই আওয়ামী লীগ সরকারের উন্নয়নধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও সবাইকে নৌকার ভোট দেওয়ার আহ্বান জানান।


মাদ্রাসার সভাপতি ইমাম হোসেন আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাজাহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল ও আবদুল খালেক বিএসসি সহ অনেকেই বক্তব্য রাখেন।


বিবার্তা/ওসমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com