
শেরপুরের নকলায় পণ্যবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অটোরিকশার আরও ৪ যাত্রী।
মঙ্গলবার (৭ মে) দিবাগত রাত ৯টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের গড়েরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এলাকার সৈয়দ রহমানের স্ত্রী জবেদা বেগম (৭০), কফিল মিয়ার স্ত্রী আবেদা খাতুন (৫০) ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে রাজা মিয়া (৫৫)।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত নয়টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের গড়েরগাঁও এলাকায় শেরপুরগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে একটি নকলাগামী ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে দুই যাত্রী মারা যান। ট্রাকের ধাক্কায় লাশ ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাদের মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
নকলা থানার ওসি আবদুল কাদের মিয়া জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/মনির/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]