গাইবান্ধায় একজনের রহস্যজনক মৃত্যু
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ১৯:৪৩
গাইবান্ধায় একজনের রহস্যজনক মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার পলাশবাড়ীতে বাদল নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।


জানা গেছে, পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামের বাসিন্দা দরিদ্র মোহাম্মাদ আলীর চতুর্থ পুত্র বাদল (১৬) রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে।


পরিবারের দাবি অভিযুক্ত শাহারুল ইসলাম ও অজ্ঞাত এক নারী কর্তৃক জোরপূর্বক কোমল পানীয় জাতীয় খাবারের মধ্যে ট্যাবলেট জাতীয় বিষাক্ত কোন দ্রব্য মিশিয়ে বাদল-কে খাওয়ানো হয়েছে। এঘটনায় বাদলের পরিবার পক্ষ থেকে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি নিয়েছে।


স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাদল অসহায় ও কর্মক্ষম বাবা মায়ের একমাত্র সম্বল। বাদল পলাশবাড়ীর একটি চিড়ার মিলে কর্মচারী হিসাবে কাজ করতো। তার উপার্জনের অর্থ দিয়ে চলতো বাবা-মা ও এক ছোট বোনকে নিয়ে বাদলের পরিবার। ৩ আগস্ট চিড়ার মিল থেকে কাজ শেষ করে বিকালে বাড়ি ফেরার পথে অভিযুক্ত শাহারুল ইসলাম ঠান্ডা জাতীয় কোমল পানির সাথে বিষাক্ত ট্যাবলেট মিশিয়ে জোরপূর্বক বাদলকে খাইয়ে ছেড়ে দেয়। এরপর বাদল বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বাদল-কে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাদলের মৃত্যু হয়।


অভিযুক্ত শাহারুল ইসলাম পলাশবাড়ী পৌর এলাকার গৃধারীপুর গ্রামের চকপাড়ার চাতাল ও তুলা মিল ব্যবসায়ী আবু মিয়ার পুত্র। এ বিষয়ে অভিযুক্ত শাহারুল ইসলামের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষে থেকে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। তবে বাদলের মরদেহ হাসপাতাল হতে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/খালেক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com