ব্রাহ্মণবাড়িয়ায় ছড়িয়ে পড়েছে লাম্পিস্কীন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১৭:২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ছড়িয়ে পড়েছে লাম্পিস্কীন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গবাদি পশুর লাম্পিস্কীন রোগ দেখা দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় খামারিদের কপালে এখন চিন্তার ভাঁজ। ভাইরাসজনিত এই রোগে জেলায় এ পর্যন্ত সাড়ে ৩শর ও বেশী গরু-বাছুর আক্রান্ত হয়েছে। সাধারণত মশা- মাছির মাধ্যমে ছড়ানোর পর আক্রান্ত গরুর সংস্পর্শে আসলে সুস্থ গরু–বাছুরও অসুস্থ হয়ে পড়ছে। অন্যদিকে আক্রান্ত পশু আইসেলেশনে রাখার পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার কথা জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।


জুনের শুরুতেই ব্রাহ্মণবাড়িয়ায় ভাইরাসজনিত লাম্পিস্কীন রোগ ছড়িয়ে পড়ে। জেলার ৯টি উপজেলায় এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ সময়ের মধ্যে সাড়ে ৩শর ও বেশী গরু-বাছুর এ রোগে আক্রান্ত হয়। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫টি বাছুরের। প্রতিদিনই জেলার বিভিন্ন স্থান থেকে খামারিরা আক্রান্ত গরু-বাছুর নিয়ে সদর উপজেলা ভেটেরেনারি হাসপাতালে আসছেন।


খামারিরা জানালেন, আক্রান্ত পশুর শরীরে অসংখ্য গুটি রেব হয়। এসময় অস্বাভাবিকভাবে গরুর শরীরে তাপমাত্রা বেড়ে যায়। খাবারে অরুচি দেখা দেয়ায় শরীর দুর্বল হয়ে পড়ে। ফলে গরু খাবার খেতে পারে না।


এদিকে জেলা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থ গরু-বাছুরকে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে টিকাও দেয়া হচ্ছে। এ পর্যন্ত ২শ পশুকে টিকা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লিফলেট বিতরণ সহ সচেতনতামূলক পদক্ষেপ দেয়া হয়েছে। ভেটেরেনারি হাসপাতাল ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত পশুর চিকিৎসাসেবা দেয়ার কথা জানান এই প্রাণি চিকিৎসক।


সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মামুন মিয়া রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টিকা কার্যক্রম জোরদারের কথা জানান।


জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী নজরুল ইসলাম বলেন, জেলায় লাম্পিস্কীন প্রতিরোধে বাৎসরিক ভ্যাকসিনের চাহিদা প্রায় ৮০ হাজার। ২২/২৩ অর্থ বছরের জরিপ অনুযায়ী জেলার বিভিন্ন খামারে গরু মহিষ ষাঁড় সহ প্রায় ৫লাখ ৩৬ হাজার গবাদি পশু রয়েছে।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com