কুতুবদিয়ায় সর্বোচ্চ ১২৩৮ নাম্বার পেয়ে সেরা ‘তিন্নী’
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১৬:২৯
কুতুবদিয়ায় সর্বোচ্চ ১২৩৮ নাম্বার পেয়ে সেরা ‘তিন্নী’
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২৮ জুলাই প্রকাশিত এসএসসি’র ফলাফলে জেলার কুতুবদিয়া উপজেলায় স্কুলে-৮৮ ও মাদ্রাসায় ১২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। আর জিপিএ-৫ তথা সর্বোচ্চ ১২৩৮ নাম্বার পেয়ে দ্বীপ সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী নাওরিন নাহিয়ান ‘তিন্নী’।


৯টি স্কুলে সর্বমোট ১৫২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৪৭ জন উত্তীর্ণ হয়ে উপজেলায় পাশের হার-৮৮.৫০% ও ৯টি মাদ্রাসায় সর্বমোট ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫৭ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৮৪.৮০% অর্জিত হয়েছে।


প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফলে দেখা গেছে, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজে ৩৬ জন জিপিএ-৫সহ ৩২০ জনে ৩০৪ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৯৫%। কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫জন জিপিএ-৫সহ ৭৬ জনে ৭৬ জনই উত্তীর্ণ হয়ে পাশের হার-১০০%। ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ১৯ জন জিপিএ ৫সহ ৩৩৯ জনে ২৭১ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৭৯.৯৪%। কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১১ জন জিপিএ-৫সহ ১৫০ জনে ১৩৮ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৯২%। আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ে ৪জন জিপিএ-৫সহ ১০৫ জনে ৯৯ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৯৪.২৯%। সতরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৩জন জিপিএ-৫সহ ১৬২ জনে ১৪৪ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৮৮.৮৯%। লেমশীখালী উচ্চ বিদ্যালয়ে ১০ জন জিপিএ-৫সহ ২১৮ জনে ২০৩ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৯৩.১২%। উত্তরণ বিদ্যা নিকেতনে ৬৫ জনে ৬৩ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৯৬.৯২%। কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলে ৮৭ জনে ৪৯ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৫৬.৩২%।


অপর দিকে বড়ঘোপ ফাজিল মাদ্রাসায় ১জন জিপিএ-৫সহ ৫৯ জনে ৩৮ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৬৪.৪১%। ধূরুং ছমদিয়া আলিম মাদ্রাসায় ৬৫ জনে ৫৬ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৮৬.১৫%। ইমাম আবু হানিফা একাডেমি দাখিল মাদ্রাসায় ৩১ জনে ২৬ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৮৩.৮৭%। জামেয়া নুরানিয়া বালিকা দাখিল মাদ্রাসায় ৩ জন জিপিএ ৫সহ ৩২ জনে ৩১ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৯৬.৮৮%। আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসায় ১ জন জিপিএ ৫সহ ৪৯ জনে ৪৮ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৯৭.৯৬%। দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদ্রাসায় ৫জন জিপিএ ৫সহ ৪১ জনে ৩৬ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৮৭.৮০%। কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসায় ২ জন জিপিএ ৫সহ ৪৪ জনে ৩৭ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৮৪.০৯%। আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসায় ৪৮ জনে ৪২ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৮৭.৫০%।


গাউছিয়া দাখিল মাদ্রাসায় ৫২ জনে ৪৩ জন উত্তীর্ণ হয়ে পাশের হার-৮২.৬৯%। উল্লেখ্য উপজেলায় স্কুলগুলোর অবকাঠামোগত অবস্থা মোটামুটি উন্নত হলেও নানা সমস্যায় জর্জরিত প্রায় মাদ্রাসা। এখানে সরকারি বেতনভাতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক বেতনও পেয়ে থাকেন প্রায় স্কুলের শিক্ষকগণ। কিন্তু হাতে গোনা ২/১টি মাদ্রাসায় নামমাত্র প্রাতিষ্ঠানিক বেতন দেয়া হলেও অধিকাংশ মাদ্রাসা শিক্ষকগণ শুধু সরকারি বেতনভাতার ওপর নির্ভরশীল।


তার ওপর মাদ্রাসার সার্টিফিকেটে সরকারি চাকরি হচ্ছে না মর্মে স্বার্থান্বেষী মহলের গুজব ছড়ানোসহ বছরের শুরুতে ছাকুনি দিয়ে বিধি বহির্ভূতভাবে প্রায় শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করে নেয়া হয় স্কুল সমূহে। এ অবস্থায় স্কুলে চান্স না পাওয়া ঝারাজুরা শিক্ষার্থীগুলো ভর্তি করে কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মাদ্রাসা সমূহ।


এছাড়াও স্কুল শিক্ষার্থীদের অধিকাংশ প্রাইভেট ও কোচিং করলেও শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভরশীল মাদ্রাসা শিক্ষার্থীরা। এ অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে স্কুল শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করলেও নানা সুযোগ-সুবিধার অভাবে বছরের পর বছর পিছিয়ে পড়ছে মাদ্রাসা শিক্ষার্থীরা।


বিবার্তা/কুতুবী/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com