রামগঞ্জে চোরাই গরুসহ চোরচক্রের সাত সদস্য গ্রেফতার
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১৭:৫৫
রামগঞ্জে চোরাই গরুসহ চোরচক্রের সাত সদস্য গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে চোরাই যাওয়া তিনটি গরু ও একটি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।


২৪ জুলাই, সোমবার ভোররাতে অভিযান চালিয়ে কুমিল্লার দেবিদ্বার থানার ভামী পশ্চিমপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে রামগঞ্জ থানা পুলিশ। এসময় গরু বহনের জন্য ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাধীন মৃত অজি উল্যাহ মো. নিজাম উদ্দিন (৪৪), হাতিয়া থানাধীন মৃত খবির উদ্দিনের ছেলে মো. সোহেল হাওলাদার (২৯), সুধারাম থানাধীন নুর হাদীর ছেলে মো. জসিম উদ্দিন (৪৪), একই থানাধীন গিয়াস উদ্দিনের ছেলে মো. সুমন (২৭), কোম্পানীগঞ্জ থানাধীন সুলতান আহমেদের ছেলে মো. খোকন (২৬), ভোলার চর ফ্যাশন থানাধীন শাহজাহানের ছেলে মো. শাহিন (২৫) ও চাঁদপুরের হাজীগঞ্জ থানাধীন মো. আনোয়ার হোসেনের ছেলে মো. মহিন উদ্দিন (২৫)।


পুলিশ জানায়, রবিবার (২৩ জুলাই) রাতে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আকারতমা এলাকার ইস্কান্দার মিয়ার ছেলে আলমগীর হোসেনের গোয়ালঘর থেকে তিনটি গরু ও তার ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি করে নেয় সংঘবদ্ধ চোরের দল।


এমন খবর পেয়ে তাৎক্ষণিক রামগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোরে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন ভামী পশ্চিমপাড়া এলাকা থেকে চোরাই গরু ও মোটরসাইকেলসহ চোরচক্রের সাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসময় তারা চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে গরুর মালিক আলমগীর হোসেন।


রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


বিবার্তা/সুমন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com