ঝিনাইদহে শিশু হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১৫:২৭
ঝিনাইদহে শিশু হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ সদর উপজেলায় শিশু মনিরাকে (৫) অপহরণের পর হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


রবিবার (২৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই গ্রামের আছালত মণ্ডলের ছেলে জাফর মণ্ডল (৪২) মৃত খয়বার বিশ্বাসের ছেলে শিপন (৪০), কুদ্দুস মুন্সীর ছেলে মিন্টু মুন্সী (৪০) ও মুজিবার মোল্লার স্ত্রী নূপুর (৪০)।


নিহত শিশু উপজেলার অচিন্ত্যনগর গ্রামের রমজান আলীর মেয়ে মনিরা খাতুন (৫)।


মামলার বাদীপক্ষের আইনজীবী ইশারত হোসেন খোকন জানান, ২০১৫ সালের ৭ জুলাই শিশু মনিরাকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। এ সময় অপহরণকারীরা শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবি করেন। পরে ১ জুলাই সদর থানায় অজ্ঞাতদের আসামি করে অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরদিন তার বাড়ির পাশের পাটখেত থেকে শিশু মনিরার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।


তিনি আরও জানান, পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় এ রায় দেন। মামলার বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com