তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা-ভাঙচুর, ৪০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১৭:২২
তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা-ভাঙচুর, ৪০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা
পটুয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ শ্রমিকের নামে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


২১ জুলাই, শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে আরপিসিএলের অ্যাডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি করেন।


মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ জুলাই) বেতন-বোনাস নিয়ে অসন্তোষের ঘটনায় শ্রমিকরা তিন চীনা নাগরিকসহ আরপিসিএলের চার নিরাপত্তাকর্মীকে মারধর করেন। এসময় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা, অফিস ভবন ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে প্রায় ৭ লাখ ২ হাজার টাকার ক্ষতি হয়। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com