বিএনপি গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে হত্যা করেছে: বাহাউদ্দিন নাছিম
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১৯:০৪
বিএনপি গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে হত্যা করেছে: বাহাউদ্দিন নাছিম
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা জ্বালাও-পোড়াও করেছে। তাদের আমলে জঙ্গীদের মদদ দিয়ে সন্ত্রাস কায়েম করেছিল। গাইবান্ধা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।


২০ জুলাই, বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।


প্রধান অতিথি বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত শিবিরের দু:শাসনের কথা জনগণ ভোলেনি।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন বাস্তবায়ন হয়েছে তা বিশ্ব দরবারে মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী সরকার গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত ও সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে।


জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল লতিফ আকন্দের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মণ্ডল, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, মাহমুদ হাসান রিপন এমপি, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ মো. আবদুস সালাম, সহ-সভাপতি অ্যাড. মানিক কুমার ঘোষ, উপদেষ্টা নাজমুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহেল কাফি মন্ডল, সদস্য পাপিয়া রায় পাখি প্রমুখ।


বিবার্তা/খালেক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com