উড়িরচর-নোয়াখালী ক্রস ড্যাম প্রকল্প পাশে আনন্দ মিছিল, মিষ্টি মুখ
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ২২:২২
উড়িরচর-নোয়াখালী ক্রস ড্যাম প্রকল্প পাশে আনন্দ মিছিল, মিষ্টি মুখ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একনেকের বৈঠকে ৫৮৮ কোটি টাকা ব্যায়ে উড়িরচর-নোয়াখালী ক্রস ড্যাম প্রকল্প পাশ হওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী বাজারে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এসময় তারা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করেন।


১৮ জুলাই, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ কর্মসূচি পালন করা হয়। বাসিন্দারা এসময় তাদের দীর্ঘ প্রতিক্ষিত প্রকল্পটি পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।


আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন চর এলাহী ইউনিয়ন পরিষদ (ইউপি) এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চর ফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুল হক কচি প্রমুখ।


বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় দুই লাখ মানুষের দীর্ঘদিনের অস্তিত্ব রক্ষার দাবি ছিল ছোট ফেনী নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। যার প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড উড়িরচর থেকে নোয়াখালীর সুবর্ণচরের চর ক্লার্ক পর্যন্ত সন্দ্বীপ চ্যানেলে একটি ক্রস ড্যাম নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটি পাশ করা হয়। এতে এই অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান তারা।


সমাবেশ শেষে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করান চর এলাহী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


প্রকল্পটির বিষয়ে বলতে গিয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী আমির ফয়সাল বিবার্তাকে বলেন, সন্দ্বীপের উড়িরচর থেকে শুরু হয়ে নোয়াখালীর সুবর্ণচরের চর ক্লার্ক ইউনিয়ন পর্যন্ত সন্দ্বীপ চ্যানেলে ক্রস ড্যামটি নির্মাণ করা হবে। এতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৫৮৮ কোটি টাকা। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে কোম্পানীগঞ্জের চর এলাহী ও চর ফকিরা ইউনিয়নে ছোট ফেনী নদীর ভাঙন বন্ধ হবে। সেই সঙ্গে প্রায় ১০ হাজার হেক্টর ভূমি পুনরুদ্ধার হবে।


তিনি জানান, আগামী তিন থেকে চার মাসের মধ্যে প্রকল্পের দরপত্র আহ্বানসহ আনুসাঙ্গিক কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।


বিবার্তা/সুমন/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com