দুর্গাপুরে পুলিশের অভিযানে ২২৬ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ৬
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ২০:০১
দুর্গাপুরে পুলিশের অভিযানে ২২৬ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ৬
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২২৬ পিস ভারতীয় কম্বল জব্দসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।


১৮ জুলাই, মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম এ তথ্য জানান।


আটককৃতরা হচ্ছেন, দুর্গাপুর উপজেলার নলজোড়া গ্রামের মো. নাঈম হোসেন(২৭), একই গ্রামের মারুফ হাসান(২১), ডাকুমারা গ্রামের রিপন সাহা (৪৫), কলমাকান্দা উপজেলার নাজিরপুর গ্রামের মো. আলম (৩৫), শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার লংগরপাড়া গ্রামের শাহীন মিয়া (২৬) ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ধুলিহর গ্রামের ইমরান হোসেন (৩৫)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পৌর শহরের দক্ষিণ ভবানীপুর পাকা সড়ক এলাকা থেকে ৯৬ পিস ভারতীয় কম্বলসহ ৪ জনকে আটক করা হয়। পরদিন সোমবার বিকেলে পৌর শহরের ডাকুমারা এলাকার সোমেশ্বরী নদীর চর থেকে ১৩০ পিস ভারতীয় কম্বলসহ ২জনকে আটক করা হয়েছে। জব্দ করা কম্বলের বর্তমান বাজারমূল্য ৩ লাখ ৯৩ হাজার টাকা।


দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান,শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে কম্বল আনা হয়। গত দুইদিনের অভিযানে ২২৬ পিস ভারতীয় কম্বলসহ জড়িত ৬ জনকে আটক করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/রফিক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com