কালুখালীতে চাঁদাবাজি মামলায় যুবলীগ সভাপতি গ্রেফতার
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ২০:৫৭
কালুখালীতে চাঁদাবাজি মামলায় যুবলীগ সভাপতি গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁদাবাজি মামলায় রাজবাড়ীর রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. খলিল ফকিরকে (৪০) গ্রেফতার করেছে কালুখালী থানা পুলিশ।


গ্রেফতারকৃত খলিল ফকির কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের মো. জলিল ফকিরের ছেলে।


কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবাসীর স্ত্রীর করা চাঁদাবাজি মামলায় মো. খলিল ফকিরকে থানা এলাকা হতে এস আই (নি.) প্রদীপ চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স গত (১১জুলাই) গ্রেফতার করে।


মামলা সূত্রে জানা যায়, কালুখালী মাধবপুর এলাকার প্রবাসীর স্ত্রী মোছা. রুবি আক্তারকে (৩০) আসামি খলিল ফকির মুঠোফোনে দীর্ঘদিন যাবত উত্যক্ত করত। হঠাৎ বাদীর পারিবারিক কলহের সৃষ্টি হলে তার শশুর ও বড় ভাসুর ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। এই সুযোগকে কাজে লাগিয়ে আসামি সমাধানের আশ্বাসে কালুখালী থানা অফিসার ইনচার্জের কথা বলে ২ লক্ষ টাকা দাবি করে।


প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালুখালী থানা বলেন, প্রবাসীর স্ত্রী মোবাইলে চাঁদা দাবির অডিও রেকর্ডসহ অভিযোগ করলে আসামিকে গ্রেফতার করা হয়। আজ আসামিকে পুলিশ স্কোয়াডের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/মিঠুন/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com