রামেক হাসপাতালে একদিনে ৪ ডেঙ্গু রোগী ভর্তি
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১২:০০
রামেক হাসপাতালে একদিনে ৪ ডেঙ্গু রোগী ভর্তি
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন।


মঙ্গলবার (১১ জুলাই) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ওই রোগীরা ভর্তি হন।


বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশের বাইরে ভ্রমণের রেকর্ড পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা জেলার বাইরে ভ্রমণের সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্ত রোগীদের ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়নি। সবাইকে সতর্ক থাকতে হবে।


ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ জানান, হাসপাতালের ৩০নং ওয়ার্ডটিকে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। সেখানে ১৬টি বেড রয়েছে। এরমধ্যে ৮ জন মহিলা ও ৮ জন পুরুষ চিকিৎসা নিতে পারবে। পাশপাশি একটি বিশেষ চিকিৎসক টিমও রাখা হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com