এইচএসসি পরিক্ষার্থীদের বোর্ড নির্ধারিত ফি নেয়ার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১৯:০৫
এইচএসসি পরিক্ষার্থীদের বোর্ড নির্ধারিত ফি নেয়ার দাবিতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এইচএসসি পরিক্ষার্থীদের ফর্ম পূরণে বোর্ড নির্ধারিত ফি’র বাহিরে অতিরিক্ত ফি আরোপ নেয়া বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণসহ শিক্ষা জীবন রক্ষার দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোট গাইবান্ধা জেলার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


১০ জুলাই, সোমবার শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক ও জোটের আহ্বায়ক মৈত্রেয় হাসান জয়ীতা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাস, ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী, বিপ্লবী ছাত্রমৈত্রী জেলা আহ্বায়ক সেলিম হাসান প্রমুখ।


বক্তারা বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষার্থীর ফর্ম পূরণে কার্যক্রম শুরু হয়েছে প্রত্যেক কলেজে বোর্ড নির্ধারিত ফি’র বাহিরে অতিরিক্ত ফি আরোপ করা হয়েছে।


তারা বলেন, গাইবান্ধা জেলার অধিকাংশ শিক্ষার্থী গরীব অসহায় প্রান্তিক চাষি ও শ্রমজীবীদের সন্তান হওয়ায় তাদের পক্ষে এতো বাড়তি ফিতে ফর্ম পূরণে কষ্টসাধ্য ব্যাপার। সেইসাথে সকল শিক্ষা উপকরণের দাম হু হু করে বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, গরীব অসহায় শিক্ষার্থীদের প্রণোদনা প্রদান, ফর্ম পূরণে ফ্রিতে কার্যকর করার আহ্বান জানান।


এছাড়া শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষার জন্য বিদ্যুতের লোডশেডিং বন্ধেরও দাবি জানান।


বিবার্তা/খালেক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com