চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১০:১৬
চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে মসজিদ থেকে বেরিয়ে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বারখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী (শাকিল) এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৫ জুলাই) রাত ৯টার দিকে ওই ইউনিয়নের হাজীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।


মৃত ব্যক্তি বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের মৃত আতর আলীর ছেলে ছাবের আহমেদ (৭০)।


স্থানীয়রা জানান, ছাবের বুধবার রাতে মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হওয়ামাত্রই হাতির সামনে পড়েন। এ সময় হাতিটি ছাবেরকে শুঁড় দিয়ে ওপরে তুলে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী (শাকিল) জানান, বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com