সিরাজগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলায় ২৩ আসামি কারাগারে
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১৫:৪১
সিরাজগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলায় ২৩ আসামি কারাগারে
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাবা-ছেলে হত্যা মামলায় ২৩ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক মোহাম্মদ রাশেদ তালুকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


এর আগে আসামিরা গত ২৩ মে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তারা আত্মসমর্পণ করেন।


আসামীরা হলেন- আজিজ প্রামানিক (৪৮), মোরশেদ (৩৮), জুয়েল (৪৫), জীবন সরদার (২৬), নেগার সরদার (৫৫), জালাল (৩২), শেখ ফরিদ (৩৫), সুখ চাঁদ (৪০), আয়শা খাতুন (৪০), আকাশ মোল্লা (২৬), আশিক মোল্লা (২৫), কদম (৩৫), হাশেম মোল্লা (৬০), সোহেল রানা (৩০), আলমগীর (৪২), আমজাদ মোল্লা (৪৩), মিঠুন মোল্লা (২৮), আলম প্রামানিক (৪০), শাহ আলম মোল্লা (৩৫), আশরাফুল ইসলাম (৩০), বাবু মোল্লা (৬০), আজিদ প্রামানিক (৪৫), শাজাহান আলী (৪৫)। সকল আসামির বাড়ি উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে।


চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আব্দুর রউফ পান্না ও জুডিসিয়াল পেশকার বোরহান কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।


উল্লেখ্য, গত ২৩ এপ্রিল উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষকলীগ নেতা জামাল উদ্দিন প্রামানিক নিহত হয়। এ সময় নিহত জামাল উদ্দিনের বাবা মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামানিকসহ অন্তত ১০ জন আহত হয়। গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফের মৃত্যু হয়।


এ ঘটনায় নিহত মোশারফের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে গত ৭ জুন এই মামলার চার আসামিকে কারাগারে পাঠায় আদালত।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com