সৌদির সঙ্গে মিল রেখে টাঙ্গাইলে ঈদুল আজহা উদযাপন
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১৭:৫০
সৌদির সঙ্গে মিল রেখে টাঙ্গাইলে ঈদুল আজহা উদযাপন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ঈদ-উল-আজহা উদযাপন করা হয়েছে। ২৮ জুন, বুধবার সকালে উপজেলার লাউহাটি ইউনিয়নের শশীনাড়া গ্রামের ৫০টি পরিবার পবিত্র ঈদ উদযাপন করে।


স্থানীয় ঈমান আব্দুর রহমান জানান, সকাল ৮টায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহন করেন। তিনি ওই জামাতে ঈদের নামাজ পড়ান। নামাজ শেষে কোলাকুলি করেন মুসল্লিরা। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা।


লাউহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান জানান, শশীনাড়া একটি ছোট গ্রাম। এই গ্রামে পাঁচ শতাধিক মানুষের বসবাস। ওই গ্রামের একটি সমাজের শতাধিক মানুষ সৌদির সাথে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে। আমি শুনেছি ১০-১২ বছর ধরে ওই গ্রামের ৫০-৬০ টি পরিবার ঈদ উদযাপন করে আসতেছে।


প্রসঙ্গত, ২০১২ সাল থেকে ওই গ্রামের মানুষ সৌদির সাথে মিল রেখে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা পালন করে আসছে।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com