গোপালগঞ্জ ও খুলনায় গ্যাস লাইন স্থাপন বিষয়ে মতবিনিময় সভা
প্রকাশ : ০৫ মে ২০২৪, ১৫:১৯
গোপালগঞ্জ ও খুলনায় গ্যাস লাইন স্থাপন বিষয়ে মতবিনিময় সভা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পায়রা বন্দরের গভীর সমুদ্রে সাবসি পাইপ লাইনসহ এফএসআরইউ স্থাপন এবং পায়রা বরিশাল খুলনা অনশোর পাইপলাইন নির্মাণ প্রকল্পের পরিবেশগত ও আর্থসামাজিক প্রভাব নিরূপণ বিষয়ক মত বিনিময় সভা গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।


৫ মে, রবিবার গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের উদ্যোগে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।


গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি মো. আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি. এম শাহাবুদ্দিন আজম বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে সমীক্ষার মূল বিষয়াবলি উপস্থাপন করেন সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস এর সিনিয়র স্পেশালিস্ট মো. মোক্তারুজ্জামান।


সভায় পায়রা গভীর সমুদ্র থেকে পাইপ লাইনের মাধ্যমে গোপালগঞ্জ হয়ে খুলনা পর্যন্ত গ্যাস সরবরাহের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।


বিবার্তা/সঞ্জয়/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com