
পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেল্লাল ভূইয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ মে) রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কৃষক বেল্লাল বোরো ধান মাড়াই করার আয়োজন করেন। এসময় ধান মাড়াই করার জায়গায় আলোর ব্যবস্থা করার জন্য নিজ ঘর থেকে বৈদ্যুতিক সংযোগ দিতে যান।
এ সময় অসাবধানতাবশত তারে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার শিপন পাল বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]