ঝিনাইগাতীতে দুই কোটি টাকার সরকারি জমি উদ্ধার
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১৬:৩৮
ঝিনাইগাতীতে দুই কোটি টাকার সরকারি জমি উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাদে চল্লিশ কাহনীয়া মৌজায় এক নম্বর খাস খতিয়ানের ১টি পুকুরসহ ১ একর ৯৬ শতাংশ সরকারি জমি দীর্ঘ সময় ধরে অবৈধভাবে দখল করে আসছিল স্থানীয়রা। বুধবার (২১ জুন) বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পযন্ত অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর। দখলমুক্ত সরকারি খাস জমির বর্তমান বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি জমিতে পুকুর দিয়ে দখল করে আসছিল স্থানীয়রা। অভিযান পরিচালনা করে এসব সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। অভিযানে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কমচারী ও স্থানীয়রা সহযোগিতা করেন।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর বলেন, সরকারি স্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


বিবার্তা/মনির/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com