২ দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার অনুরোধ মেয়রের
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১৯:০২
২ দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার অনুরোধ মেয়রের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঈদের দ্বিতীয় দিনের মধ্যে কোরবানির পশু জবাইয়ের কার্যক্রম সম্পন্ন করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে এবং ঢাকাবাসীকে ঈদ আনন্দ উপহার দিতে টানা ৭২ ঘণ্টা কাজ করার পরে এ কাজে নিয়োজিত জনবলের বিশ্রাম ও তাদেরকে ঈদ আনন্দ উপভোগের সুযোগ করে দিতেই ঢাকাবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি।


২১ জুন, বুধবার খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজার সংলগ্ন ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে সাংবাদিক সঙ্গে আলাপকালে নগরবাসীর উদ্দেশে তিনি এ অনুরোধ জানান।


মেয়র বলেন, আমি ঢাকাবাসীর কাছে বিনীত নিবেদন করব, যেন দুই দিনের মধ্যেই পশু কুরবানির কার্যক্রমটা সম্পন্ন করা হয়। আমাদের দীর্ঘদিনের একটি সংস্কৃতি যে, তৃতীয় দিনেও কোরবানি দেওয়া হয়। আমরা যেন সেখান থেকে একটু সরে আসি। আমরা যেন সব কুরবানি প্রথম এবং দ্বিতীয় দিনের মধ্যেই সম্পন্ন করি।


এবারও ২৪ ঘণ্টার মধ্যে করপোরেশন কুরবানির বর্জ্য সরিয়ে ফেলার কাজ সেরে ফেলার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া বর্জ্য অপসারণের নিয়োজিত কর্মীদেরও টানা কাজের পর বিশ্রাম নেওয়ার এবং তাদেরও ঈদ আনন্দ উপভোগের সুযোগ করে দেওয়া উচিত।


মেয়র বলেন, ঈদের রাত থেকে বর্জ্য অপসারণ শুরু করা হয়। একটানা ৭২ ঘণ্টা কাজ করার পর আমাদের জনবলকে বিশ্রাম দেওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। তারা কিন্তু ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। কারণ ঢাকাবাসীকে ঈদের আনন্দ উপহার দেওয়ার জন্য, ঢাকাকে পরিষ্কার রাখার জন্য তারা একটানা ৭২ ঘণ্টা কাজ করে। অতএব মানবিক দিক বিবেচনা করে হলেও আমরা এই নিবেদনটা করব।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com