বৃষ্টিতে টিকটক করার সময় বজ্রপাতে তরুণী আহত
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১৮:৫৫
বৃষ্টিতে টিকটক করার সময় বজ্রপাতে তরুণী আহত
শরিয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরীয়তপুরে ছাদে বৃষ্টিতে ভিজে টিকটক ভিডিও বানানোর সময় বজ্রপাতে আহত হয়েছেন মেঘলা (২৫) নামে এক তরুণী।


২০ জুন, মঙ্গলবার বিকেলে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ছাদে এ ঘটনা ঘটে।


আহত মেঘলা শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি শরীয়তপুর ইসলামী চক্ষু হাসপাতালের আয়া।


ইসলামী চক্ষু হাসপাতালের পরিচালক মোস্তফা ব্যাপারী বলেন, বিকেল ৩টার দিকে আমাদের হাসপাতালের আয়া মেঘলা ও রিসিপশনিস্ট ইয়াসমিন বৃষ্টিতে ভিজে টিকটক ভিডিও করতে গিয়েছিলেন। ইয়াসমিন সিঁড়ির কাছ থেকে ভিডিও করছিলেন আর ছাদের ওপর মেঘলা নাচছিলেন। হঠাৎ বজ্রপাতে মেঘলা আহত হন। ইয়াসমিনসহ তার সহকর্মীরা মিলে শরীয়তপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। এখন তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।


হাসপাতাল পরিচালক আরো বলেন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচ তলায় হচ্ছে আমাদের ইসলামী চক্ষু হাসপাতাল। সেখান থেকে তারা দুজন গিয়ে ভিডিও বানাতে গিয়ে এ ঘটনা ঘটে। তবে সদর হাসপাতালের ডাক্তার বলেছেন সুস্থ হয়ে যাবে।


সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, মেঘলা নামে বেসরকারি ইসলামী চক্ষু হাসপাতালের এক স্টাফ ভিডিও করার সময় বজ্রপাতে আহত হয়েছিল। সে হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা এখন নো ডেঞ্জার।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com