‘সকল সংকটে পাহাড়ের মানুষের পাশে আছে সেনাবাহিনী’
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১৪:৫৩
‘সকল সংকটে পাহাড়ের মানুষের পাশে আছে সেনাবাহিনী’
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল আবুল হাসনাত পিএসসি বলেছেন, পাহাড়ে বসবাসরতরা আমরা একে অপরের ভাই ভাই। সকলে মিলেমিশে পার্বত্যাঞ্চলকে শান্তির নীড়ে পরিণত করতে হবে।


বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে খাগড়াছড়ি সদর জোনের বাগান বিলাসের অডিটোরিয়ামে জোন সদরের পক্ষ থেকে বেসরকারী স্কুল ঘর মেরামত, অসহায় ব্যাক্তি ঘর সংস্কার ও অসহায় মানুষদের মাঝে চিকিৎসার জন্য অনুদান বিতরণ কালে তিনি এসব কথা বলেন।


এ সময় তিনি আরো বলেন, যে কোন সংকটে পাহাড়ে মানুষের সুখ-দু:খে পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ে গরিব, অসহায় ও দুস্থদের সেবা প্রদানের লক্ষে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ সময় খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর তালুদার রাব্বী, জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন শিহাবসহ আগতরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বিবার্তা/ আল-মামুন/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com