গোবিন্দগঞ্জে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রকাশ : ১২ জুন ২০২৩, ২২:৪৬
গোবিন্দগঞ্জে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে মহাসড়কের সংখ্যা ও দৈর্ঘ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বর্ধিত জনসংখ্যার চাহিদা ও পণ্য পরিবহনে প্রয়োজনের পাল্লা দিয়ে বেড়ে চলেছে মহাসড়কে চলাচলকারী যানবাহনের সংখ্যা ও কর্মকাণ্ড। আর এই কর্মকাণ্ডকে গতিশীল ও মহাসড়কে শৃঙ্খলা আনতে হাইওয়ে পুলিশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এই ইউনিটটি ২০০৫ সালের ১১ জুন যাত্রা শুরু করে। ২০০৯ সালে হাইওয়ে পুলিশ বিধিমালা প্রণীত হওয়ার মাধ্যমে তা প্রাতিষ্ঠানিক রূপ পায়।


১১ জুন (রবিবার) বিকেলে কেক কাটার মধ্য দিয়ে হাইওয়ে পুলিশ প্রতিষ্ঠার ১৮তম বছর উপলক্ষ্যে বগুড়া রিজিয়নের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস আই রফিকুল, এস আই শামছুল হক, এস আই আবুল বাশার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা প্রমুখ।


বিবার্তা/খালেক/রোমেল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com