মান্দায় পূর্ব শত্রুতার জেরে গাছ কাটার অভিযোগ
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৭:৪৭
মান্দায় পূর্ব শত্রুতার জেরে গাছ কাটার অভিযোগ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে বাগানের ২১টি ইউক্যালিপ্টাস ও ১টি আম গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।


৬ জুন, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নুরুল্যাবাদ ইউপির গোয়ালমান্দা গ্রামে ঘটনাটি ঘটেছে।


এ ঘটনায় গোয়ালমান্দা গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে মোজাফফর হোসেন ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযুক্তরা হলেন, একই গ্রামের প্রতিবেশী মৃত আশুব আলীর ছেলে ইয়াদ আলী (৬৫), সোবহান আলীর ছেলে এনামুল হক (৪০), আহম্মদ আলীর ছেলে আব্দুস ছালাম (৪৫) ও হাবিবের ছেলে আব্দুল হাকিম (৪৫)।


অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে অভিযুক্তদের সাথে বিরোধ চলে আসছিল। মাঝেমধ্যে অভিযুক্তরা বাগানের গাছ কেটে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় রাতের অন্ধকারে তারা বাগানের ইউক্যালিপ্টাস ও আম গাছ কেটে ফেলে।


এ ব্যাপারে ১নং অভিযুক্ত ইয়াদ আলী ৩নং অভিযুক্ত আব্দুস ছালামের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আমরা গাছ কাটার বিষয়ে কোন কিছু জানি না। তবে অভিযোগ করলেই তো হবে না। অভিযোগের বিষয়ে সঠিক প্রমাণ লাগবে।


এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী মাসুদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/আপেল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com