এমভি মুহুরি-২ লাইটার জাহাজের আগুন নিয়ন্ত্রণে, আহত ২
প্রকাশ : ২৭ মে ২০২৩, ১৫:২৮
এমভি মুহুরি-২ লাইটার জাহাজের আগুন নিয়ন্ত্রণে, আহত ২
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র কিনারে থাকা এমভি মুহুরি-২ লাইটার জাহাজে লাগা আগুন তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় জাহাজে থাকা দুজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যদিও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।


শনিবার (২৭ মে) সকালে কর্ণফুলী ইপিজেড (কেইপিজেড) ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. নাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, রাত আড়াইটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। সবমিলিয়ে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। জাহাজে থাকা দুজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।


এদিকে চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, এমভি মুহুরি-২ নামের লাইটার জাহাজটি বন্দর জলসীমায় আলফা নোঙর এলাকায় অবস্থান করছিল। আগুন লাগার পর ঘটনাটি বেতার বার্তায় জানালে ঘটনাস্থলে বন্দরের টাগবোট কাণ্ডারি-৮ পাঠানো হয়। পাশাপাশি কোস্টগার্ডের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। লাইটার জাহাজটিতে মোট পাঁচজন ছিলেন। এরমধ্যে দুজন আহত হয়। তবে তারা সকলেই নৌকা নিয়ে পাড়ে চলে আসেন। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘আকমল আলী ঘাট থেকে অন্তত দুই কিলোমিটার দূরে সাগরে নোঙর করে রাখা ছিল লাইটার জাহাজটি। আগুন লাগার পর সাথে সাথে আমাদের উদ্ধারকারী জাহাজ কান্ডারি-৮ ঘটনাস্থলে পাঠানো হয়।’


শুক্রবার (২৬ মে) দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্রে অবস্থানরত লাইটার জাহাজে আগুন লাগে।


বিবার্তা/জাহেদ/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com