গাইবান্ধায় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
প্রকাশ : ২৫ মে ২০২৩, ২০:১৮
গাইবান্ধায় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালিতে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় রহিমা খাতুন সিদ্দিকা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিযোগিতার বিষয় ছিল-‘মানব দরদী নজরুল’।


বিদ্যালয়ের মুকুল হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শরিফুল হক সিদ্দিকী (মুকুল মিয়া) এবং বিশেষ অতিথি ছিলেন বাদিয়াখালির নজরুল চর্চাকেন্দ্রের নির্বাহী পরিচালক মোছা. ফেরদৌসী জাহান সিদ্দিকা, শিক্ষানুরাগী মোছা. তাজকিয়া বেগম সিদ্দিকা ও নজরুল চর্চাকেন্দ্রের উপদেষ্টা আফরুজা বেগম লুপু।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার সুধীজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। রচনা প্রতিযোগিতায় ছাবিয়া আকতার রিপ্তি, আফরিন বারি বৃষ্টি, রনিফা আক্তারকে পুরস্কৃত করা হয়। শেষে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


বিবার্তা/খালেক/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com