রুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশ : ১৭ মে ২০২৩, ২১:০৮
রুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তানভীর ফাহাদ রুমি নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।


বুধবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের লেফটেন্যান্ট সেলিম হলের নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।


তানভীর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি হলের ৩৫৫ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।


বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েট ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আউয়াল।


তিনি বলেন, রুয়েটের সেলিম হলের তিন তলার একটি রুমে তানভীর থাকতো। সেখানে এই ঘটনা ঘটেছে। আমরা দুপুর দুটোর দিকে জানতে পেরে তাকে হাসপাতালে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা রওনা দিয়েছেন। তার লাশ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। যেহেতু আত্মহত্যা তাই পুলিশ প্রশাসন বিষয়গুলো দেখবেন।


এবিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, তানভীর নামের একটি ছেলেকে তার সহপাঠীরা রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রুহুল আমিন বলেন, রুয়েটে একটি শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। প্রাথমিক ভাবে এটাকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পোস্টমর্টেম শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।


বিবার্তা/লিমন/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com