ডেসটিনি চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ
প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:৫৫
ডেসটিনি চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান এম হারুন-অর-রশীদসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ রেজা নামে এক ব্যক্তি বাদী হয়ে সোমবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে এ মামলা করেন।


আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী।


মামলায় অভিযুক্ত অপর সাতজন হলেন- ডেসটিনির প্রধান নির্বাহী সামশুল আলম ভুঞা, ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম ও রফিকুল আমীন, পরিচালক গোফরানুল হক, পটিয়া শাখার প্রধান নির্বাহী সুবোধ চন্দ্র রায়, কর্মকর্তা মোহাম্মদ হোসেন ও তপন চন্দ্র দাশ।


বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, ২০০৬ সালে বাদী অভিযুক্ত ব্যক্তিদের বিশ্বাস করে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশনের জন্য বিভিন্ন মেয়াদে ৯ লাখ টাকা দেন। ২০২২ সালের ১৯ মার্চ মেয়াদ শেষে গাছ কিংবা ৪৪ লাখ ৫০ হাজার টাকা পাওয়ার কথা। তাঁরা ভুক্তভোগীকে ডেসটিনি গ্রুপের ট্রি প্ল্যান্টেশন প্রকল্পে বিনিয়োগ করতে বলেন এবং এতে ব্যাপক লাভবান হওয়া যাবে বলেন। ওই টাকার জন্য তিনি যোগাযোগ করে তাঁদের কাছ থেকে কোনো সাড়া পাননি। পরে আদালতে মামলা করলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com