বান্দরবানে উপ সহকারী মেডিকেল অফিসারের আত্মহত্যা
প্রকাশ : ০৯ মে ২০২৩, ১৬:৩৩
বান্দরবানে উপ সহকারী মেডিকেল অফিসারের আত্মহত্যা
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলায় রুপসীপাড়া ইউনিয়নের দরদরী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার সায়েদা আক্তার মিলি (২৭) আত্মহত্যা করেছেন।


মঙ্গলবার, ৯ মে বেলা ১১টার দিকে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত সায়েদা আক্তার মিলি পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা মো. আবুল কালামের মেয়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমাবার বিকালের দিকে সায়েদা আক্তার মিলির সাথে পারিবারিক বিষয় নিয়ে মা পাপিয়া সুলতানা রুপনার কথাকাটাকাটি হয়। প্রতিদিনের মত মঙ্গলবার সকালে মা স্কুলে যাওয়ার পর বেলা ১১টার দিকে ঘরে থাকা ছোট ভাই জিসানকে দোকানে নাস্তা আনতে পাঠিয়ে ঘরের বীমের সাথে ওড়না পেছিলে গলায় ফাঁস দেন মিলি। জিসান নাস্তা নিয়ে ঘরে ফিরে বোন মিলিকে বীমের সাথে ঝুলতে দেখে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মিলিকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মৃত সায়েদা আক্তার মিলির লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, গত ১১ মার্চ উপজেলার গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার মেঘলাও পারিবারিক বিষয় নিয়ে শ্বশুর বাড়িতে গলায় লাগিয়ে আত্মহত্যা করেন।


বিবার্তা/আরমান/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com