হিলিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশ : ০৭ মে ২০২৩, ১৯:০২
হিলিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাদ্য ঘাটতি মেটাতে দিনাজপুরের হাকিমপুরে হিলিতে ব্রি-ধান ৯২ জাতের ধানসহ হাইব্রিড জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৭ মে) বিকেলে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পৌরসভার ছাতনী এলাকায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত বোরো ধান প্রদর্শনীর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা:আরজেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শামীম আশরাফ।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ জাফর ইকবাল, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত,প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ আরো অনেকে।


মাঠ দিবসে চলতি বোরো মৌসুমে ব্রি-ধান ৯২ জাতের ধান চাষাবাদ করে কৃষকরা ভালো ফলন পাওয়ায় অন্য কৃষকদের এই ধান চাষের পরামর্শ প্রদান করা হয়। এ ছাড়া ব্রিধান ৭৪ সহ অন্যান্য হাইব্রিড জাতের ধান যেগুলো ভালো ফলন হচ্ছে সাথে আসন্ন আমন মৌসুমে কোন জাতের ধান চাষাবাদ করা ভালো হবে সে সম্পর্কে কৃষকদের অবহিত করা হচ্ছে।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com