সিলেটে স্বস্তির বৃষ্টি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ০০:২০
সিলেটে স্বস্তির বৃষ্টি
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টানা ১৪ দিনের তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হলো সিলেটের বেশ কয়েকটি উপজেলায়। এ বৃষ্টির ফলে তীব্র গরমে হাঁসফাঁস করা উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।


সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা থেকে সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় বৃষ্টি শুরু হয়। রাত ১০টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এরপর তীব্রতা কমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে।


আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকে সিলেট নগর ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।


সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম।কোম্পানিগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।


প্রসঙ্গত, সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে। এছাড়াও আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com