সিংড়ায় উই উদ্যোক্তাদের পণ্য মেলা শুরু
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩, ২০:৩৫
সিংড়ায় উই উদ্যোক্তাদের পণ্য মেলা শুরু
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় উই উদ্যোক্তাদের পণ্য সামগ্রী নিয়ে উই হাটবাজার মেলা শুরু হয়েছে। সিংড়া উপজেলা পরিষদ হলরুমে শনিবার সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত মেলা চলবে রবিবার সারাদিন। মেলায় ২০ টি স্টল স্থান পেয়েছে।


স্থল গুলোর মধ্যে রাজকন্যার হেয়ার ওয়েল, ঐশ্বর্য কালেকশন, আফসানা’স হ্যান্ডিক্র্যাক্টস, লিমা হ্যান্ডশিল্প , জামানা ফ্যাশন, বাহারি বাজার, সাবানা সেলাই ঘর, গ্রামীণ জুট সহ নানা পণ্যের বাজার।


উই হাটবাজারের আয়োজক কমিটির সদস্য উই নাটোর জেলা প্রতিনিধি জ্যোতি সরকার বলেন, সিংড়ায় এই প্রথম উই হাটবাজার মেলা শুরু হয়েছে।


আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং উই জননী নিশার প্রচেষ্টার ফল হিসেবে এই মেলা নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।


আয়োজকেরা জানিয়েছেন, নারী উদ্যোক্তাদের কাজের সক্ষমতা তৈরি, নেটওয়ার্ক সম্প্রসারণ, পরামর্শ প্রদান এবং স্থানীয় ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া তাঁদের উদ্দেশ্য।


হাটে উদ্যোক্তারা তাঁদের পণ্য ও সেবা প্রদর্শন করছেন। এ তালিকায় আছে রান্নাঘরের মসলা থেকে শুরু করে পোশাক, চামড়াজাত ও
পাটজাত পণ্য, খাদ্যসামগ্রী, হাতে তৈরি অলংকার, শুটকিসহ বিভিন্ন ধরনের সেবা।


বিবার্তা/রাজু/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com