রাণীনগরে আড়াই বিঘা জমির ধানে বিষ প্রয়োগে নষ্ট
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩, ১৫:৪১
রাণীনগরে আড়াই বিঘা জমির ধানে বিষ প্রয়োগে নষ্ট
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর রাণীনগরে আগাছানাশক (বিষ) প্রয়োগে আড়াই বিঘা জমির ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার সিলমাদার কোবরাজ পাড়া গ্রামের আজিজুল হক নামে এক বর্গাচাষীর জমির ধানে আগাছানাশক বিষ প্রয়োগের ঘটনাটি ঘটে। রাতের অন্ধকারে কে বা কাহারা এই ধানগুলো বিনষ্ট করেছে।


এ ঘটনায় ১৫ এপ্রিল, শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


কৃষক আজিজুল হক উপজেলার সিলমাদার কোবরাজ পাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।


ভুক্তভোগী কৃষক আজিজুল হক বলেন, চাষাবাদের জন্য তার নিজস্ব কোন জমি নেই। চলতি বোরো মৌসুমে গ্রামের কয়েকজন ব্যক্তির জমি বাৎসরিক ১৬হাজার টাকা বিঘা হারে লিজ নিয়ে জিরাসাইল জাতের ধান চাষ করেছেন। ইতোমধ্যে গাছ থেকে সবগুলো ধানের শীষ বের হয়েছে। হঠাৎ করেই শুক্রবার বিকেলে জমিতে গিয়ে দেখতে পান কে বা কাহারা আগাছানাশক স্প্রে করে ধান বিনষ্ট করেছে।


তিনি বলেন,মাঠের মধ্যে ছয়টি দাগের সবগুলো জমিতেই আগাছানাশক স্প্রে করেছে। ফলে সবগুলো ধানের গাছ মরে গেছে। তবে প্রকাশ্য কোন প্রতিপক্ষ না থাকলেও তাকে অর্থনৈতিকভাবে চরম ক্ষতিসাধনের লক্ষ্যে কে বা কারা এমন অমানবিক কাজ করেছে বলে দাবি করেছেন তিনি।


এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষিদের শাস্তির দাবি করে সরকারিভারে আর্থিক সহায়তা কামনা করেছেন আজিজুল হক।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এঘটনায় শনিবার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে তদন্তের জন্য অফিসারকে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/সাহাজুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com